প্রতিটি শিশুকে হাম ও রুবেলা টিকা দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য অভিভাবকদের টিকা কেন্দ্রে আসার অনুরোধ জানিয়েছেন তিনি।
রোববার সকালে গণভবনে হাম রুবেলা ভাইরাস প্রতিরোধে টিকা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় অভিভাবকদের নয় মাস থেকে ১৫ বছর বয়সী প্রতিটি শিশুকে টিকাকেন্দ্রে নিয়ে আসার অনুরোধ জানান প্রধানমন্ত্রী।
হত দরিদ্র শিশুরাও যেন এই টিকা পান এজন্য স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি এবং প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, নিজের শিশুকে আপনারা টিকা দিবেন এবং আপনার আশেপাশে পাড়া-প্রতিবেশী কোন শিশু যেন বাদ না যায়। এছাড়াও হত দরিদ্র শিশুরা যাতে অবহেলার শিকার না হয় এজন্য সকলকে দৃষ্টি দেয়ার আহ্বান জানান তিনি। তারাও যাতে টিকা নিতে পারে এজন্য বিশেষ ব্যবস্থা নিতে প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর, জনপ্রতিনিধি, স্থানীয় জনগণ এবং প্রতিটি অভিভাবক যাতে সচেতন হয় এজন্য তিনি সকলের কাছে অনুরোধ জানান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস